Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

প্রতিটি গ্রাম কে ৯টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে।

চেয়ারম্যান সাহেব:-

                      ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন।

সচিব :-

                     ইউনিয়ন পরিষদের সকল হিসাব নিকাশ ও অন্যান্য কাগজপত্রাদী পরিচালনার দায়িত্বে সরকারী ভাবে অর্পন হয়েছে।

উদ্যোক্তা:-

                     কম্পিউটার অপারেট করার সকল দায়িত্ব তার উপর অর্পন করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসন:-

                      একটি ইউনিয়নে ৩টি ওয়ার্ডের দায়িত্ব রয়েছে মহিলা ইউপি সদস্য তারা অবশ্যিই  জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত। 

ইউপি সদস্য:-

                     প্রতিটি ওয়ার্ডের জনগণের ভোটের নির্বাচিত হয়েছে প্রতিনিধি করছেন একজন করে ইউ সদস্য, চেয়ারম্যান সাহেবের নিদ্দেশক্রমে কার্যপরিচালনা সহ সকল বিচার ও সমস্যার সমাধান করেন।

 

গ্রাম্য পুলিশ:-

                       প্রতিটি ওয়ার্ডের জন্য রয়েছে গ্রাম পুলিশ। বিভিন্ন ওয়ার্ডের অপরাধ দমন করতে পুলিশ কে সহযোগীতা করে।