ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন ১৯ নং ঢালচর ইউনিয়নটি বঙ্গপসাগরের মোহনায় অবস্থিত। যার দক্ষিনে বঙ্গপসাগর এবং অপর তিনদিকে মেঘনা ও বুড়িগৌরাঙ্গ নদী দ্বারা বেষ্টিত।নদীপদ হল যাতায়াতের মাধ্যম।মূল ভুখন্ড(দক্ষিন আইচা,কচ্ছপিয়া) থেকে প্রায় ৩০ কি.মি দক্ষিনে ইহা অবস্থিত।কচ্ছপিয়া থেকে লঞ্চ অথবা স্পীট বোটে ঢালচর যাতায়াত করতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস